স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : মহালয়ার সকালে যান দুর্ঘটনায় গুরুতর আহত হল এক নাবালক। ঘটনা বিশালগড় ভূঁইয়া মাথা এলাকায়। আহত নাবালকের নাম শঙ্কু ভাড়ু। এদিন সকালবেলা স্থানীয়রা খবর দেয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে দমকল কর্মীদের দ্বারা বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। তার অবস্থা সংকটজনক।
পুলিশ জানায় তার মাথা এবং বাঁ পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার বন্ধু জানায় আহত নাবালকের বয়স মাত্র সাড়ে ১৭ বছর। অর্থাৎ লাইসেন্স নেওয়ার পর্যন্ত বয়স হয়নি। মহালয়ার সকালে বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে যায়। বন্ধুদের সাথে দেখা করতে আসার সময় এই ঘটনা ঘটে। পুলিশ গাড়ি এবং বাইক দুটি আটক করেছে। তবে গাড়ি চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইকের নম্বর টি আর ০৩ এন ৫৩৫৭ ।