স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : শারীরিক ভাবে অসুস্থ রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহা। বর্তমানে তারা আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহাকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আইএলএস হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে কথা বলেন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য-র সাথে। ওনার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। পরে মুখ্যমন্ত্রী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহার সাথে কথা বলে ওনার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এইদিন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহা-র দ্রুত আরোগ্য কামনা করেন।