Monday, February 10, 2025
বাড়িজাতীয়সঞ্জয় রাউতের সম্পত্তি অ্যাটাচ করল ইডি, শিবসেনা নেতা বললেন আমি ভয় পাই...

সঞ্জয় রাউতের সম্পত্তি অ্যাটাচ করল ইডি, শিবসেনা নেতা বললেন আমি ভয় পাই না

মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১,০৩৪ কোটি টাকার পাত্র চল জালিয়াতির তদন্তে নেমে এই পদক্ষেপ করেছে ইডি।

 তবে, শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, তিনি মোটেও ভীত নন। ইডি জানিয়েছে, গুরু আশিস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন পরিচালক প্রবীন রাউত, সঞ্জয় রাউতের সম্পত্তি, তাঁর স্ত্রী বর্ষা রাউতের দাদরের আবাসন এবং বর্ষা রাউত ও সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের যৌথ আলিবাগ প্লট, মোট ১১.১৫ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে।ইডি-র এই পদক্ষেপের প্রেক্ষিতে সঞ্জয় রাউত জানিয়েছেন, “আমি মোটেও ভয় পাচ্ছি না, আমার সম্পত্তি বাজেয়াপ্ত করুন, আমাকে গুলি করুন অথবা জেলে ঢুকিয়ে দিন, সঞ্জয় রাউত হলেন বালাসাহেব ঠাকরের অনুসারী এবং একজন শিব সৈনিক, আমি লড়াই করব এবং সবার মুখোশ খুলে দেব। আমি চুপ থাকার নই, তাদের নাচতে দাও। সত্যের জয় হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য