স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : বইমেলা করা হয় উৎকৃষ্ট সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য। ডিজিটাল পাঠ্যক্রম এবং অনলাইন পাঠ্যক্রম থাকার পরও বইয়ের গুরুত্ব আলাদা রয়েছে। মঙ্গলবার হাপানিয়া মেলা প্রাঙ্গণে ৪০ তম বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক নতুন দিশায় এগুচ্ছে। কোভিডের পরেও ভারতের অর্থনীতিতে বদল আসেনি।
আগে বাইরের দেশে সামগ্রী ক্রয় করতে যে অর্থ চলে যেত তা এখন বন্ধ হয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি সামগ্রী এখন ব্যবহৃত হচ্ছে। এই টাকা ভারতের কাছেই থাকছে। এটা বড় অর্থনীতি বিদের প্রকৃত উদাহরণ বলে জানান মুখ্যমন্ত্রী। গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছিল বই মেলা। ১২ দিন পর এদিন সমাপ্তি ঘটে। রাষ্ট্র থাকলেই সমস্ত কিছু থাকবে। রাষ্ট্র সর্বপরি। ইউক্রেনে রাষ্ট্র বিপন্ন । এই অবস্থায় তাদের সংস্কৃতি ও কলার অস্তিত্ব নেই। পাকিস্তান ও স্রীলঙ্কায় এখন ত্রাহিত্রাহি চলছে। অর্থনীতি বিপর্যস্ত। কিন্তু ভারত মাথা উচু করে বিশ্বের মধ্যে দারিয়ে আছে।
এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্য বলে জানান মুখ্যমন্ত্রী। তাই মাটিকে সঠিক রাখতে হবে। মাটি আছে বলেই সব কিছু আছে। সরকার সেই দিশাতে কাজ করছে। তথ্য , সংস্কৃতি দপ্তর রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতির বিকাশে কাজ করছে বলে জানান তিনি। এতদিন সংস্কৃতির দোহাই দিতেন। সাংস্কৃতিক ব্যবস্থাপনা তারাই জানেন বলে দাবি করতেন তারা আজ উধাও। এখন ত্রিপুরা পরিনত ত্রিপুরা হয়েছে। এখন কোন বাধ্যবাধকতা নেই। দল বিবেচনা করে সহায়তা করে না। এখন স্বয়ং সম্পন্ন ত্রিপুরা তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ১০ বছর আগে তা করা গেলে ত্রিপুরার চরিত্র বদলে যেত। এক নাম্বার রাজ্য হত ত্রিপুরা। ভাতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। এতে করে প্রধানমন্ত্রীকে আটকানো সম্ভব নয়। তিনি মানুষের জন্য কাজ করেন। দেশের প্রতিটি প্রান্তের খোঁজ রাখেন। এটা আগে কোন প্রধানমন্ত্রী করেনি। জনজাতি সমাজ আগে কোন উৎকর্ষ পুরষ্কার পায়নি। কাজের জন্য মানসিকতা, নীতি ও প্রতিশ্রুতি রক্ষা আবশ্যক। এটা আগের সরকারের মধ্যে ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী। বিদেশি মানসিকতা সম্পন্ন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বহু বার প্রচেষ্টা করেছে ভারতের সংস্কৃতিকে নষ্ট করার। এটা সম্ভব হয়নি। উৎকৃষ্ট সমাজ ব্যবস্থার নির্মাণের জন্য বই মেলা করা হয়ে থাকে। এগুলি সমাজ ব্যবস্থার মধ্যে একটা স্নিগ্ধতা নিয়ে আসে। সৌহার্দ পূর্ণতা নিয়ে আসে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রাম প্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন ২১ জনকে সম্মাননা জ্ঞাপন করা হয়।