স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই দিনটিকে সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। এইদিন রাজ্য সরকার পক্ষ থেকে প্রথমে সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে দিনটি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।
উপস্থিত সকলে গান্ধী মূর্তিতে ফুলের মালা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সকলে চলে যান গান্ধীঘাট। সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গান্ধীঘাট স্থিত শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এক সাক্ষাৎকারে মন্ত্রী সান্তনা চাকমা জানান দেশের স্বাধীনতার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল অপরিসীম। পাশাপাশি আধুনিক ভারত নির্মাণের ক্ষেত্রেও গান্ধীজীর ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান্ধীজি চেয়েছিলেন আত্মনির্ভর ভারত নির্মাণ করতে।