স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : অরাজক এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও গত ৩ এপ্রিল টি ওয়াই এফ -এর ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সম্মেলন সর্বাত্মক সফল। সম্মেলনের মূলত পাঁচটি কর্মসূচি এবং চারটি প্রস্তাব পেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টি ওয়াই এফ -এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন ২০১৮ নির্বাচনের পর রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত।
তাই সম্মেলনে মূলত আলোচনা হয় আগামী দিনে রাজ্যবাসীকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার। সম্মেলনে এছাড়াও গুরুত্ব দিয়ে আলোচনা হয় শিক্ষা এবং কর্মসংস্থানের বিষয়ে। শিক্ষা বেসরকারীকরণ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের বিরুদ্ধে দাবি তোলে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হবে। এবং জাতি উপজাতিদের ঐক্য আরো জোরদার করার জন্য কাজ করা হবে। ককবরক ভাষাকে অষ্টম তপশিলি ভাষায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। এছাড়া সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করতে হবে। ছাত্রছাত্রীরা আগরতলা শহরে এসে পড়াশোনা করার সুযোগ সুবিধার জন্য ৫০০ শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রাবাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রত্যেক মহাকুমা ছাত্রাবাস দাবি জানায় তারা। ১২৫ তম সংবিধান সংশোধনী করে এ ডি সি -কে অধিক ক্ষমতা প্রদান করা জন্যও দাবি জানানো হবে বলে জানান তিনি। ৯২ জন সদস্যকে নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি কৌশিক রায় দেববর্মা।