Sunday, October 6, 2024
বাড়িরাজ্যরাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে পাঁচটি গ্রামের মানুষের একসাথে রাস্তা অবরোধ

রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে পাঁচটি গ্রামের মানুষের একসাথে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : রাস্তা নির্মান, পানীয়জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে পাঁচটি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন শুরু করে। ঘটনা কৈলাসহরের উজান জলাই এলাকায়। অবরোধ কারী গ্রামবাসীরা জানায়, কৈলাসহরের ঊনকোটি এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের অধীনে ধাতু ছড়া, পি.জি.পি কলোনি পাড়া, ভুরসি পাড়া, নলো হালাম পাড়া এবং তৈলেন বাড়ি সহ এই পাঁচটি গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস রয়েছে। এই ৫টি গ্রামের মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে।

এই রাস্তাটি মাটির রাস্তা। এই ৫টি গ্রামের একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। যার ফলে ছোটো কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা এম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে। এরই মধ্যে যদি সামান্য বৃষ্টি হয়ে যায় তাহলে ব্যাপক সমস্যার করতে হয় তাদের। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করার পরও মাটির রাস্তাটি পাকা রাস্তায় রুপান্তরিত হয়নি। এনিয়ে গোটা ৫টি গ্রামেই দীর্ঘদিন ধরে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া সংশ্লিষ্ট ৫টি গ্রামে স্থায়ীভাবে স্থানীয় এডিসি ভিলেজের পক্ষ থেকে কিংবা পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ কোনো ধরনের পানীয় জলের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এছাড়াও এই ৫ টি গ্রাম প্রায় সময়ই বিদ্যুৎহীন অবস্থায় থাকে। বিশেষকরে যেদিন থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিসেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের হাতে তোলে দেওয়া হয়েছিলো, সেদিন থেকেই সংশ্লিষ্ট ৫টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে চলে গেছে বলে গ্রামবাসীরা জানান। এই তিন দফা দাবিতে ৫টি গ্রামের মানুষ কৈলাসহরের উজান জলাই এলাকায় কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

অবরোধকারীরা আরো জানান, যতক্ষন পর্যন্ত জেলাশাসক অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেবে না ততক্ষন রাস্তা অবরোধ চলবে বলে জানান অবরোধকারীরা। অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে হাজির হয়েছেন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী। কিন্তু অবরোধকারীরা তাদের দাবি নিয়ে অনড়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য