Wednesday, March 12, 2025
বাড়িরাজ্যশহরে শক্তি জাহির করল কংগ্রেস, যোগদানের পর গণডেপুটেশনে মিলিত হয় সোমবার

শহরে শক্তি জাহির করল কংগ্রেস, যোগদানের পর গণডেপুটেশনে মিলিত হয় সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : মান্দাই এবং খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ১২২ ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগ দিলো কংগ্রেসে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হওয়ার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, কৃষক, শ্রমিক এবং বেকার স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবি নিয়ে আগরতলা শহরের রাজপথে বৃহত্তর মিছিল সংগঠিত করল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

তারপর মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিভিন্ন দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে গণ ডেপুটেশনে মিলিত হয়। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা প্রদান, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা, বন্যার কারণে বিদ্যারজ্যোতি স্কুলের ফি এক বছরের জন্য মুকুট করা, বন্যার ত্রান ও সহযোগিতা নিয়ে দুর্নীতি ও দলবাজি বন্ধ করা সহ একাধিক বিষয় নিয়ে সোমবার সমস্ত মহকুমা শাসকের কাছে কংগ্রেসের ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দাবিগুলি নিয়ে যখন সোমবার যথারীতি মোহনপুর মহাকুমার শাসক কার্যালয়ে কংগ্রেস কর্মীরা যায় তখন আচমকা বিজেপি আসছি তো কিছু গুন্ডা এবং হার্মাদ বাহিনী কংগ্রেসের উপর আক্রমণ করে।

 তাদের মধ্যে অনেকে আহত হয়েছে। তীব্র নিন্দা জানায় কংগ্রেস। তিনি বলেন, ফ্যাসিস্ট সুলভ সরকারের কাছে মানুষের দাবি যাওয়ার কোন মূল্য নেই। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কোন আন্দোলন করতে পারে না। আন্দোলন করলেই তাদের উপর এভাবে সন্ত্রাস নামে আনছে। কিন্তু এভাবে কংগ্রেসের মনোবল হারায় না। তারপরও মোহনপুর মহকুমা শাসক অফিসে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করা হবে। তিনি বলেন এদিন এক ১২১ জন ভোটার মান্দাই -এর বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। পাশাপাশি খয়েরপুর বিধানসভার কেন্দ্র থেকে একজন যোগদান করেছেন। তারা ভাবছে একমাত্র কংগ্রেস এই মানুষের তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছে। তাই অন্য কোন দল করার কোন মানে হয় না। কারণ কর্মচারী, বেকার এবং কৃষক, শ্রমিকদের চিৎকার হাহাকার ও কথা শোনার কেউ নেই। তাই কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করবে বলে জানান তিনি। এদিন মিছিলে কয়েক শতাধিক কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য