Sunday, October 6, 2024
বাড়িরাজ্যনেগেটিভ মানসিকতা নিয়ে চললে জীবন অন্ধকারের চলে যাবে, বর্তমান সরকার পজেটিভ চিন্তাভাবনাকে...

নেগেটিভ মানসিকতা নিয়ে চললে জীবন অন্ধকারের চলে যাবে, বর্তমান সরকার পজেটিভ চিন্তাভাবনাকে সামনে রেখে চলেছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন বিজেপি ৬ আগরতলা মন্ডলের কার্যকরতাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন করোনাকে মোকাবেলা করার জন্য বিজেপি দলের কার্যকরতারা নিরলস ভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী যে ভাবে বলেছেন সকলে সেই ভাবে কাজ করেছে। রাজ্যে পূর্বতন সরকারের সময় যতগুলি খুন ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা গুলি ধামা চাপা পরে গেছে, সেই সকল ঘটনার পুনঃরায় তদন্ত করা হবে। দোষীদের সাজা দেওয়া হবে।

 মানুষ যেন ন্যায় পায় সেই সুযোগ করা হবে। মুখ্যমন্ত্রী এইদিন জল সংরক্ষণের উপর গুরুত্ব দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এইদিন বিরোধীদের তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে আলোচনা চলছে। ২০১৪ সাল থেকে মন কি বাত অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী। সেই মন কি বাত অনুষ্ঠান এখনো অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেছেন। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না। মনের স্বচ্ছতা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, পজেটিভ মানসিকতা নিয়ে চলতে হবে। নেগেটিভ মানসিকতা নিয়ে চললে হবে না। নেগেটিভ মানসিকতা নিয়ে চললে জীবন অন্ধকারের দিকে চলে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা বলছেন। মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট ভাষায় বলেন রক্তের যেমন কোন বিকল্প নেই। তেমনি একটা সময় আসবে বিজেপির কোন বিকল্প থাকবে না। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি ৬ আগরতলা মণ্ডলের সভাপতি হীরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য