Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যপ্রাক্তন আইজি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন আইজি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন আইজি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথ। শনিবার সকাল ১১ টা নাগাদ বেঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্যে পুলিশের একজন দক্ষ অফিসার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অরিন্দম নাথ। রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল সেই সময় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 রাজ্য পুলিশের দক্ষ অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। অরিন্দম নাথের লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার সকাল এগারোটার নাগাদ তিনি না ফেরার দেশে পাড়ি দেন। অরিন্দম নাথের প্রয়াণে শোঁক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান একজন প্রাক্তন দক্ষ পুলিশ অফিসার ছিলেন অরিন্দম নাথ। পাশাপাশি তিনি একজন ভালো লেখক ছিলেন। প্রয়াত অরিন্দম নাথের আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য