Friday, May 30, 2025
বাড়িরাজ্যমুখে কালো কাপড় বেঁধে কংগ্রেসের বিক্ষোভ

মুখে কালো কাপড় বেঁধে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : চাঁদার জুলুমবাজি ঘিরে মানুষকে মারধর করা এবং আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো সদর জেলা কংগ্রেস। শুক্রবার মুখে কালো ফিতে বেঁধে মৌন প্রতিবাদের আয়োজন করেন কামান চৌমুহনি এলাকায়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

তিনি বলেন, রাজ্যে চাঁদার জুলুমবাজি নিয়ে এক ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। এর সাথে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গত ছয়মাসে লক্ষ করা গেছে মাসে আটজন মানুষ খুন হয়েছে। একই সঙ্গে নারী ধর্ষণ, নারী অপহরণের মতো ঘটনা বেড়ে চলেছে। শিশু কন্যা থেকে বয়স্ক মহিলা কেউ দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে। তিনি আরো বলেন, মন্ত্রীরা সুশাসনের নাম করে সারা রাজ্যে বলে বেড়াচ্ছে। কিন্তু কোথায় সুশাসন? প্রশ্ন তুলেন তিনি। তিনি এদিন আরো অভিযোগ তুলে বলেন, শারদোৎসব আসন্ন। কিন্তু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত মানুষের সহযোগিতা মিলছে না বলে জানান তিনি। সব মিলিয়ে এ ধরনের একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন রাজ্যবাসীকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!