Friday, November 8, 2024
বাড়িরাজ্যঅপহরণ করে নাবালিকা কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য

অপহরণ করে নাবালিকা কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : আবারো এক নাবালিকা মেয়েকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল। ঘটনা কুমারঘাট থানা এলাকার পূর্ব কাঞ্চন বাড়ি ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চন বাড়ি ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী। মেয়েটিকে গত ১৬ আগস্ট কুমারঘাট থানাধীন চিটাগাং বস্তি এলাকার সাড়ে ১৭ বছরের নাবালক অপহরণ করে নিয়ে যায়। তারপর নাবালিকা মেয়েকে অপহরণ করে তার বাড়িতে বেশ কয়েকদিন রাখার পর ধর্ষণ করে। তারপর তাদের মেয়েকে খুন করে অভিযুক্ত নাবালক।

 গত ৭ সেপ্টেম্বর মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে অভিযোগ মেয়েটির মা বাবার। মেয়েটির মা-বাবা আরো জানায়, গত ১৬ আগস্ট তারা আগরতলায় ডাক্তার দেখাতে আসে। তখন অভিযুক্ত নাবালক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটির পিতা মাতা কুমারঘাট থানায় মামলা দায়ের করেছে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর মামলাটি কুমারঘাট থানায় রেজিস্ট্রি হওয়ার পর কুমারঘাট থানার পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে। কুমারঘাট থানার ওসি জানান সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্ত নাবালক জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে।

 অভিযুক্ত নাবালকের কঠোর শাস্তি দাবী করলো নাবালিকা মেয়েটির মা বাবা। এদিকে কুমারঘাট থানার ওসি -র বক্তব্য অভিযুক্ত যুবক মেয়েটিকে অপহরণ করার পর তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্যাতন চালাত অভিযুক্ত যুবক। তারপর মেয়েটির গত সাত সেপ্টেম্বর আত্মহত্যা করে। এমনটাই অভিযোগ দায়ের করেছে প্রণয় মালাকার নামে এক ব্যক্তি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহিলারা যেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন চলছে স্থানীয়রা। অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য