Sunday, October 6, 2024
বাড়িরাজ্যকৃষি ক্ষেত্রের আয়তন দিনের পর দিন হ্রাস পেয়ে চলেছে, উদ্বেগ প্রকাশ করলেন...

কৃষি ক্ষেত্রের আয়তন দিনের পর দিন হ্রাস পেয়ে চলেছে, উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাজধানী আগরতলার লেম্বুছড়া স্থিত কৃষি কলেজে জলবায়ু স্থিতি স্থাপক কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত এবং প্লান্ট হেলথ ম্যানেজমেন্ট কৌশল সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জানান, বর্তমান সময়ের নিরিখে দিনের পর দিন ভেড়ে চলেছে জনসংখ্যা।

কিন্তু কৃষি ক্ষেত্রের আয়তন দিনের পর দিন হ্রাস পেয়ে চলেছে। এর জন্য গুরুত্ব দিতে হবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর। বছরের বিভিন্ন মরশুমে এই উৎপাদন ক্ষমতা কে কিভাবে ত্বরান্বিত করা যায় এর ওপরেও বিশেষভাবে নজর দিতে হবে বলে অভিমত ব্যস্ত করেন রাজ্যপাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য