স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হল এক যুবক। ঘটনা সোনামুড়া নদীর পাড় এলাকায়। আহত যুবকের নাম ইমরান হোসেন। বাড়ি মেলাঘরে। আহত যুবক পেশায় একজন গাড়ি চালক। জানা যায় ইমরান হোসেন সোনামুড়া নদীর পার এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে যায়।
দাদুর বাড়ির পাশে ঘুরাঘুরি করার সময় সে গুলি বিদ্ধ হয়। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আপাতত ইমরান হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। পরীক্ষা নিরক্ষা করার পর দেখা গেছে ইমরান হোসেনের পিঠে গুলি রয়েছে। তাই জেনারেল সার্জনকে জানানো হয়েছে। জেনারেল সার্জন দেখার পর কি করবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন।