স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর দশরথ দেব ভবনে এক সাংস্কৃতিক কলা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি এই দিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন বৃহস্পতিবার দশরথ দেব ভবনে রাজ্যের ছয়টি একলব্য স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
তাদের মধ্যে যারা নির্বাচিত হবে তারা আগামী দিন জাতীয় স্তরে অংশ নেবে। তিনি জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রয়োজন রয়েছে। কারণ ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। আর তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপযোগী সিদ্ধান্ত। তিনি জানান দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর সব স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হবে। সম্প্রতি জনজাতি কল্যাণ দপ্তর ঘেরাও করে রাজ্যের ছাত্রছাত্রীরা স্কলারশিপ দ্রুত মিটিয়ে দিতে দাবি করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন আগামী বছর থেকে স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের কোন সমস্যা যাতে না হয় তার জন্য এ বছর পোর্টাল একবার মাত্র খোলা রাখা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। ছাত্রছাত্রীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে গিয়ে আবেদন করে এর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, একাধিকবার পোর্টাল খোলা হলে প্রতিবছর কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে। তাই বিগত বছরগুলির মত একাধিকবার পোর্টাল খোলা না রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক।