স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত স্ত্রী। ঘটনাটি ঘটেছে কমলপুর থানাধীন বামনছড়া গুরুচরণ পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা মহেশ গৌর প্রায় সময় স্ত্রীকে অত্যাচার করে। যার কারণে তার স্ত্রী গত তিনমাস ধরে স্বামীর সাথে ছিলো না।
তাদের দুই সন্তান রয়েছে। মঙ্গলবার সকাল প্রায় নয়টা নাগাদ মহেশ তার বাড়ির সামনে স্ত্রীকে দেখে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। এদিকে আহত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখতে পেয়ে এলাকাবাসী। অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে তারা গিয়ে আহত মহিলাকে বি এস এম হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।