স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : দূর্গা পূজার বোনাস এবং বেতন বৃদ্ধির দাবিতে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার উদ্যোগে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট মঙ্গলবার গণ ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার সদস্য সদস্যারা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল করে প্রথমে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কক্ষে গিয়ে চিফ ইঞ্জিনিয়ারের নিকট গন ডেপুটেশন প্রদান করে।
অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের নেতা প্রনুত সাহা জানান, কিছু সংখ্যক আমলা রয়েছে সরকার পরিবর্তনের পরও তারা লাল ফিতার বাধনে আবদ্ধ হয়ে রয়েছে। এই সকল আমলারা পাম্প অপারেটারের সাথে দপ্তরের উচু স্তরের আধিকারিকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রেখেছে। তাই এইদিন ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবি করা হয়েছে তাদের বেতন ৯ হাজার ৩৫০ টাকা করার। বর্তমানে যে বেতন তারা পাচ্ছে সেটা অত্যন্ত কম। তাদের সংসার পরিচালনা করা যায় না। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেতন বৃদ্ধির দাবি করা হয়েছে। একই সাথে তাদের অভিযোগ বিগত বছর কিছু আমলাদের কারণে তারা পূজার বোনাস পায়নি। এ বছর তাদের বকেয়া বোনাস সহ প্রদান করার জন্য দাবি করে ডেপুটেশন প্রদান করা হয়েছে। নাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান।