Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যঅটো চালক ও যাত্রীকে মারধরের ঘটনায় অটো চালকদের পথ অবরোধ

অটো চালক ও যাত্রীকে মারধরের ঘটনায় অটো চালকদের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : বিধায়কের বাড়ির পাশে অটো চালক এবং যাত্রীকে মারধর এক বখাটে যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর – আঠারোভোলা সড়কের পৃথক তিনটি স্থানে রাস্তা অবরোধ করে বসেন অটো চালকরা। এদিন আঠারোভোলা সড়কের পুলিশ লাইন, খুপিলং হাসপাতাল চৌমুহনী এবং খুপিলং এসপিও ক্যাম্পের সামনে হয় অবরোধ। এই অবরোধে আটকে পড়েন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া।

তিনি অটো চালকদের রক্ত চক্ষু দেখিয়ে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করলে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন অটো চালকদের। অটো চালকরা অভিযোগ তুলেন উনার বাড়ির পাশেই যুবকরা অটো চালককে মারধর করেছে। এখন পর্যন্ত অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধের পর বিধায়ক ঘটনাস্থলে ছুটে যায়। অটো চালকদের বলেন যারা রাস্তা অবরোধ করছে তারা সিপিআইএম এবং কংগ্রেস। তাদের লক্ষ্য দুই গুষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি করার। তারপর অটো চালকরা আরো বেশি ক্ষুদ্ধ হয়ে উঠে। তারা জানায় এখানে একজন অটো চালক এবং যাত্রীকে মারধর করায় তারা রাস্তা অবরোধে বসেছে। তারা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। তীব্র প্রতিবাদ জানায় বিধায়কের কথায়। বিধায়কের এই ধরনের মন্তব্যের পর অটো চালকরা জানায় অবরোধ তুলবে না। পরবর্তী সময়ে সংগঠনের নেতৃত্বের আশ্বস্তে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য