স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : জীপ গাড়ী চালকদের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল মোহনপুর সড়কের টমটম চালকরা। সোমবার সকাল ৯ টায় মোহনপুরের ১০৮ বি জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়াতে সড়ক অবরোধ করে টমটম চালকরা। এক ঘন্টার অধিক সময় ধরে চলে সড়ক অবরোধ। ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। ঘটনার বিবরণে জানা যায় কামালঘাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে গাড়ী পার্কিংকে নিয়ে টমটম চালক এবং স্থানীয় দোকানদাড়দের সাথে জীপ গাড়ী চালকদের বিবাদ বেশকিছু দিন ধরে চলছিল।
রবিবার রাতে জীপ গাড়ী চালকরা টমটম চালক এবং কয়েকজন দোকানদারকে মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে সোমবার সকালে একত্রিত হয়ে টমটম চালকরা ১০৮ বি জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়াতে সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে ছুটে যান লেফুঙা থানার পুলিশ সহ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী নাথ। মহকুমা পুলিশ আধিকারিক উভয় পক্ষের সাথে কথা বলেন। এবং তাদেরকে নিয়ে থানায় আলোচনায় বসার অনুরোধ জানান। মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে টমটম চালকরা শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত করে দেন।