স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকার – রাজ্য সরকার এবং তিপ্রা মথার মধ্যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল। সেই ঐতিহাসিক চুক্তির পর দিল্লিতে সম্প্রতি প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক চুক্তিকে কার্যকর করার বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরিখে। সোমবার রাজ অন্দরে এক সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানিয়েছেন, প্রথম বৈঠক যথেষ্ট ইতিবাচক ছিল। এই বৈঠকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুজন করে আধিকারিক ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একে মিশ্রা কনভেনার ছিলেন এই বৈঠকের।
তিপ্রা মথার পক্ষ থেকে ছিলেন তিনি নিজে এবং বিজয় কুমার রাংখল। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রতি দুই মাস অন্তর অন্তর একটি বৈঠক হবে। বৈঠকে জনজাতিদের আর্থসামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভূমি সংক্রান্ত অধিকার ইত্যাদি বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নিরিখে আলোচনা হবে। এল এল এফ টি এবং এ টি টি এফ -এর শান্তি চুক্তির পর ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে বাঙালি, মনিপুরী এবং জনজাতি অংশের একাধিক মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকেও যাতে সাহায্য প্রদান করা হয় এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি আরো বলেন আসন্ন ছাব্বিশ সেপ্টেম্বর দক্ষিণ জেলায় একটি রেলি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদেই এই মিছিলের আয়োজন। এই মিছিলের মাধ্যমে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। ভারত সরকার যাতে সংখ্যালঘু উপর অত্যাচার বন্ধ করার জন্য বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে।