Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যরাজ্যে যতগুলো তদন্তভার সিবিআই -এর হাতে গেছে সবগুলিতে ব্যর্থ সিবিআই : মানিক...

রাজ্যে যতগুলো তদন্তভার সিবিআই -এর হাতে গেছে সবগুলিতে ব্যর্থ সিবিআই : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : ২০১৭ সালে বামফ্রন্ট সরকারের সময় ২০ সেপ্টেম্বর মান্দাইয়ে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের দ্বারা নৃশংসভাবে খুন হয়েছিলেন তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। এই খুনের ঘটনার কোন কিনারা হয়নি গত সাত বছরে। রবিবার শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সি.আই.টি.ইউ রাজ্য কার্যালয়ে সংগঠনের জিরানিয়া মহকুমা কমিটি পক্ষ থেকে এক রক্তদান শিবির হয়। শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিস্ফোরক মন্তব্য করলেন।

 বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ২০১৭ সালে সাংবাদিক সান্তনু ভৌমিক হত্যার শিকার হয়। সে সময় গণতন্ত্রের হত্যার উৎসব এবং জঙ্গলে রাজত্ব শুরুর প্রস্তুতি নিয়েছিল বর্তমান সরকারের বিজেপি, আইপিএফটি -র নেতৃত্ব। এবং সে সময় তিপরা মথা দলের আত্মপ্রকাশ না হলেও সে দলের নেতৃত্ব বিজেপি ও আইপিএফটির ছত্রছায়ায় ছিল। বামফ্রন্ট সরকারকে হঠাতে রাজ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য চম্পক নগরে রাস্তা অবরোধ করেছিল। কিভাবে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি ঘটানো যায় তারই একটা ছক সাজিয়ে মাঠে নেমেছিল বিজেপি এবং আইপিএফটি-র নেতৃত্ব। তখন মান্দাই -এ সেই আইপিএফটি -র খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছিলেন শান্তনু। তারপর রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন শান্তনু খুনের ঘটনার তদন্তে নেমে খুনিদের চিহ্নিত করেছিল। খুনিদের ধরার জন্য পদক্ষেপ নেয়।

তখন সংবাদ মাধ্যমের একটা বৃহৎ অংশ রাষ্ট্রপতির কাছে গিয়ে সিবিআই তদন্তের দাবি করেন। তারপর এই তদন্ত ভার রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআই -এর কাছে যায়। এর মধ্যে ২০১৮ সালে রাজ্যে সরকারে আসে বিজেপি ও আইপিএফটি -র জোট সরকার। যথারীতি সিবিআই তদন্ত শুরু হয়। কিন্তু দেখা যায় যখন তদন্তে বিজেপি এবং আইপিএফটি রাঘব বোয়ালরা ধরা পড়বে তখন চার্জশিট জমা দেয়নি সিবিআই। আর এভাবে রাজ্যের দুই সাংবাদিক খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর সিবিআই এর হাতে দিয়ে বর্তমান শাসকদলের রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে বলে খবর। আজ সাত বছর অতিক্রান্ত হয়ে গেল তাদের পরিবার বিচার পায় নি। রাজ্য প্রধান বিরোধী দল তাদের পরিবারকে বিচার পাইয়ে দিতে পাশে আছে বলে জানান বিরোধী দলনেতা। এদিকে পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় তরুণ সাহসী সাংবাদিক শান্তনু ভৌমিককে বর্তমান শাসকগোষ্ঠী বাছাই করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সে সময় তাদের লক্ষ্য ছিল একটি জনজাতি মৃতদেহ চাই। সেই লক্ষ্য নিয়ে তারা চম্পক নগরে রাস্তা অবরোধ করেছিল। জাতীয় সড়কের নগ্ন অবস্থায় তাদের কথাকথিত জঙ্গি সমর্থিতরা বেলাপানা করার চেষ্টা করেছে। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের সর্তকতা মূলক ব্যবস্থাপনার কারণে তারা আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে মান্দাই -এ বনধ চলার সময় শান্তনু খবর সংগ্রহ করতে গেলে তাকে নিশংস ভাবে হত্যা করে, পুলিশ এই ঘটনার মামলা হাতে নিয়ে কিনারা করে ফেলেছিল।

 তদন্ত কাজ এগিয়ে নিয়ে যায়। কিন্তু ভোটের আগে সিবিআইকে দিয়ে তদন্ত করার হবে বলে চাপ সৃষ্টি করে পুলিশ থেকে তদন্ত ভার সিবিআই -কে তুলে দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত এই তদন্তের কোন কিনারা করতে পারে নি সিবিআই। এটা সিবিআই এর ব্যর্থতা। রাজ্যের যতগুলি তদন্ত ভার সিবিআই এর হাতে গেছে কোন তদন্ত শেষ করতে পারেনি সি বি আই। এবং সেই সময় যারা সিবিআই বলে সরব হয়েছিলেন তারা এখন সরব হচ্ছে না বলে জানান তিনি। এদিন রক্তদান শিবির শুরু হওয়ার আগে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমার্থক প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর রক্তদান শিবির শুরু হয়। রক্তদান শিবির পরবর্তী সময়ে ঘুরে দেখেন উপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং পলিটব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য