Monday, March 24, 2025
বাড়িখেলাবাংলাদেশের বিরুদ্ধে জয়ের সৌজন্যে নয়া ইতিহাস গড়ল ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সৌজন্যে নয়া ইতিহাস গড়ল ভারত।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ২২ সেপ্টেম্বর :   বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সৌজন্যে নয়া ইতিহাস গড়ল ভারত। শাকিবদের ২৮০ রানে উড়িয়ে দিলেন রোহিত শর্মারা। মনে হতে পারে, টেস্ট ক্রিকেটে ভারতের আরও একটা দাপুটে জয়। কিন্তু সেখানেই শেষ নয়। চেন্নাইয়ের মাটিতে এই জয়ের সুবাদে টেস্ট ক্রিকেটে নতুন পালক জুড়ল টিম ইন্ডিয়ার মুকুটে।

কী সেই কৃতিত্ব? বাংলাদেশের বিরুদ্ধে টেস্টটি ছিল ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৮০তম ম্যাচ। এর আগে পর্যন্ত ১৭৮টি ম্যাচে জয় পেয়েছিল ভারত। হেরেছিল সমান সংখ্যক ম্যাচে, অর্থাৎ ১৭৮টি টেস্টে। ড্র করেছিল ২২২টি ম্যাচে। বাংলাদেশকে হারানোর ফলে টেস্ট ক্রিকেটে ভারতের মোট জয়ের সংখ্যা দাঁড়াল ১৭৯। অর্থাৎ এই প্রথমবার জয়ের সংখ্যা নিজেদের হারের সংখ্যাকে ছাপিয়ে গেল। অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ম্যাচ টাই হয়। 

১৯৩২ সালে শুরু হয়েছিল ভারতের টেস্ট অভিযান। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে অবশ্য হারতে হয়েছিল ভারতকে। ভারতের প্রথম টেস্ট জয় আসে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধেই। সেটা স্বাধীনতার পর ১৯৫১-৫২। ঘটনাচক্রে সেটাও ঘটেছিল এই চেন্নাইয়ের মাটিতেই। আর তার ৭০ বছরের বেশি সময়ের পর নিজেদের হারের সংখ্যাকে টপকে গেল ভারত।

সেই সঙ্গে যদি প্রতিপক্ষ হিসেবে দেখা যায়, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে বেশি টেস্ট জয় পেয়েছে ভারত। ১৩৬টি টেস্টের মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ৩৫টি টেস্ট। তার পরই আছে অস্ট্রেলিয়া। ১০৭টি টেস্টে ভারতের ম্যাচ জয়ের সংখ্যা ৩২। যদিও দুটি দলের কাছেই জয়ের থেকে বেশি ম্যাচ হেরেছে ভারত।

একমাত্র বাংলাদেশের বিরুদ্ধেই এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ হারেনি ভারত। ১৪টি ম্যাচ খেলেছে মেন ইন ব্লু। তার মধ্যে চেন্নাই টেস্ট ধরেছে জিতেছে ১২টি টেস্ট। ড্র হয়েছে ২টি টেস্টে। বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ তারিখ থেকে। কানপুরে ফের জয় পেতে নামবেন রোহিতরা। এই সিরিজের পরই থাকবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ। সেখানে যে জয়ের সংখ্যাটা আরও বাড়বে, সেকথা বলাই বাহুল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য