স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : শনিবার ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই -এর একটি প্রতিনিধি দল ত্রিপুরা উপজাতি এলাকা স্ব- শাষিত জেলা পরিষদের সদর কার্যালয়ে গিয়ে দেখা করে এডিসি এর মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে।
এ ডি সি -র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার হাতে তারা একটি স্মারকলিপি তুলে দেয়। সম্প্রতি রাজ্য সরকার এডিসি এলাকায় ২৪৭ টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এন.এস.ইউ.আই -এর প্রতিনিধিরা পূর্ণ চন্দ্র জমাতিয়ার কাছে তার মতামত জানতে চান। রাজ্য সরকার যাতে কোনভাবে এই বিদ্যালয়গুলো বন্ধ করতে না পারে এর দাবি জানান এন.এস.ইউ.আই -এর প্রতিনিধি দলের সদস্যরা।