Thursday, November 14, 2024
বাড়িরাজ্যবাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করল মহকুমা প্রশাসন

বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করল মহকুমা প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : শনিবার উদয়পুর মহকুমা শাসক অফিসের এনফোর্সমেন্ট টিম তুলামুড়া বাজার অভিযান চালায়।তুলামুড়া বাজারে এদিন বাজার বার থাকায় যথেষ্ট লোক সমাগম ছিল। বাজার অভিযান কালে সাথী পাল ও ব্রজেন্দ্র চক্রবর্তীর টিফিন হাউস থেকে দুটি ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করা হয়। এছাড়াও উত্তম চক্রবর্তীর দোকান অভিযান কালে দেখা যায় রানী ব্র্যান্ডের এক লিটার পাউচ ১৬০ টাকা করে বিক্রি করছেন, যা গত সপ্তাহে ১৫৫-১৫৬ টাকা ছিল। ক্রয় মেমো খতিয়ে দেখলে অসঙ্গতি ধরা পড়ে, যার সঠিক জবাব দোকানদার দিতে পারেননি।

এছাড়াও দোকানে দ্রব্য মূল্য তালিকা নাই, প্রয়োজনীয় ফুড স্টাফ লাইসেন্সও নেই। পরবর্তীতে সঞ্জয় পালের দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার হয়, যা বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লে করা ছিল। এছাড়াও বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রীর মূল্য যাচাই করা হয়। জনৈক রাহুল দে -র দোকানে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি প্রত্যক্ষ করে কেনা মূল্যের রসিদ চাইলে দেখা যায় সেটাতে দোকানের নাম লেখা নেই। পরে প্রশাসনিক আধিকারিকরা জানান, এই অভিযানের পূর্ণাঙ্গ রিপোর্ট মহকুমা শাসকের কাছে পেশ করা হবে এবং সেই অনুযায়ী মহকুমা শাসক আইনানুগ ব্যবস্থা নেবেন। এছাড়াও ওজন ও পরিমাপ দপ্তর বিভিন্ন দোকানে অসঙ্গতি পেয়েছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। ফুড সেফটি আধিকারিক বিভিন্ন টিফিন দোকান পরিদর্শন করেন ও খাদ্যের গুণগত মান যাচাই করেছেন। অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, খাদ্য পরিদর্শক বাবুল দেবনাথ, ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক বিকাশ সেন সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন এই ধরণের অভিযান আগামীদিনেও জারি থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য