স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : শনিবার আগরতলা পুর নিগমের ৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাতৃপল্লী স্থিত ওয়ার্ড অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং এলাকার বিধায়িকা মিনারাণী সরকার।
উদ্বোধনী পর্যায়ে শেষ হওয়ার পর আগরতলা পুর নিগমের মেয়র এবং এলাকার বিধায়িকা অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না। সকলকে এই রক্তদান শিবিরে এগিয়ে আসার প্রয়োজন। পাশাপাশি রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন তাঁরা। আরো বলেন, রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে যাতে রক্তের সংকট দেখা না দেয় সেদিকে গুরুত্ব দিতে আহ্বান জানান। পরে তারা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।