স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : পেচারথল ব্লকের আধার পরিষেবা বন্ধ। বেকায়দায় জনসাধারণ। ঘটনার বিবরনে জানা য়ায়, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজোর আগে থেকে পেচারথল ব্লক চত্বরে অধীনে যে আধার সেন্টার রাখা হয়েছে সেটা বন্ধ হয়ে আছে। এতে পেচারতল ব্লক এলাকার দূর-দূরান্ত থেকে মানুষ ব্লকে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। যে কর্মী এর দায়িত্বে রয়েছেন , সে তার ব্যক্তিগত কাজে জন্য এক মাসের জন্য ছুটিতে গিয়েছেন, কিন্তু বিকল্প কোন মানুষকে সেই চেয়ারের দায়িত্ব না থাকার কারণে মানুষ প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে। শুক্রবার পেচারথল ব্লকের অধীনে পেচারথল, মাছমারা, বাঘাইছড়া, ধনীছড়া, জয়পুর সুলনালা, কমলাপুর , সহ বিস্তীর্ণ এলাকার মানুষ জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন অতিসত্বর সরকার যাতে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। কারণ বিভিন্ন জরুরী কারণে আধার করতে ব্লকে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের।
একজন কর্মী একমাস ছুটিতে যেতেই পারে তার ব্যক্তিগত কারণে। এর জন্য একমাস পরিষেবা বন্ধ রাখার কোন কারণ হতে পারে না। বিকল্প কাউকে এর দায়িত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন সকলে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ব্লকের মধ্যে বহু কর্মী রয়েছেন যারা দিনের অধিক সময় ফাঁকি দিয়ে কাটায়। তাদের পর্যন্ত এর দায়িত্ব দেওয়ার প্রয়োজন এতদিনে মনে করলেন না ব্লকের দায়িত্বে থাকা বিডিও। এমনটাই গুঞ্জন শুরু হয়েছে ব্লক চত্বরে।