স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : গত ১৫ মার্চ আগরতলা শহর দক্ষিণাঞ্চলের মোট ২৮ টি ক্লাব একত্রিত হয়ে বৈঠক করেন। বৈঠকে শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির আত্ম প্রকাশ ঘটে। মোট ২৮ টি ক্লাব থেকে ৩৩ জন প্রতিনিধি ক্লাব কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন। বিভিন্ন পদে তাদের আসীন করা হয়েছে। রবিবার নাগেরজলা সংলগ্ন উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কাউন্সিলার অভিজিৎ ভট্টাচার্য।
নতুন কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হল শহর দক্ষিণাঞ্চলকে নেশা মুক্ত করতে গন আন্দোলন তৈরি করা। আগামী দিনে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হবে। প্রতিটি ক্লাবে পুরনো সংস্কৃতি স্বরূপ মনিষী জন্ম দিন পালন করা হবে। একই সঙ্গে করা হবে স্বাস্থ্য শিবির। ৭ এপ্রিল স্বাস্থ্য শিবির করা পঞ্চবটী কালি বাড়িতে। ক্লাব ভিত্তিক সমস্যার সমাধান করার উদ্যোগ নেবে দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি। এই দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সভাপতি হয়েছেন জয়ন্ত চৌধুরী ও সাধারন সম্পাদক কমল দেব। ৩৩ জনের কমিটির নামের ঘোষণা এদিন দেওয়া হয়।