ন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : পুরনো লিফট বিকল হয়ে পড়ে থাকার বিরুদ্ধে বহু অভিযোগের পরেও নতুন লিফটের উদ্বোধন রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালে। কারণ সরকারী ভাবে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য সাধারন মানুষের ভরসা জিবি হাসপাতালের পর আইজিএম হাসপাতাল। তাই আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের জন্য নতুন করে বসানো হল লিফট। সোমবার এই লিফট সরজমিনে ঘুরে দেখেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস।
এইদিন এক সাক্ষাৎকারে বিধায়ক ডাক্তার দিলিপ দাস জানান আইজিএম হাসপাতালে একটা সময় তিনটি লিফট বসানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময় লিফট গুলি খারাপ হয়ে যায়। তারমধ্যে গুরুত্বপূর্ণ লিফট হল প্রসুতি বিভাগের লিফটটি। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর বিষয়টির প্রতি নজর দেওয়া হয়। প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে প্রসুতি বিভাগে লিফট বসানো হয়েছে নতুন করে। আরও দুইটি লিফট রয়েছে। তবে সব গুলি ঠিক করতে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন। এত টাকা না থাকায় বর্তমানে প্রসুতি বিভাগের লিফটটি নতুন করে বসানো হয়েছে। তিনি আরও জানান নয়া সরকার প্রতিষ্ঠার পর আইজিএম হাসপাতালে অনেক পরিবর্তন এসেছে। নতুন নতুন পরিষেবা চালু হয়েছে। আগামি ২০ বছরের কথা মাথায় রেখে অত্যাধুনিক ব্লাড ব্যাঙ্ক চালু করা হয়েছে। সময়ের চাহিদা অনুসারে জিবি হাসপাতালের ন্যায় আইজিএম হাসপাতালেও যেন সকল ধরনের চিকিৎসা পরিষেবা চালু করার যায় তার প্রায় চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।