স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাসের উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় পোষণ মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন অন্যান্য দপ্তর থেকে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাজ পৃথক।
দপ্তরের অধিন ১০ হাজার অঙ্গনওয়ারী সেন্টারকে আধুনিকীকরণ করা হবে। প্রতিটি অঙ্গনওয়ারী সেন্টারের বিদ্যুৎ-এর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে দপ্তরের। ইতিমধ্যে ধলাই জেলার অঙ্গনওয়ারী কেন্দ্র গুলিতে এলইডি টিভি ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কাজ চলছে। অঙ্গনওয়ারী কর্মীরা একাধিক কাজ করে থাকে। আইনের গ্যাঁড়াকলের কারনে অনেক সময় বহু মাকে দপ্তর থেকে সহায়তা করা যায় না বলে স্বীকার করে নেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় আরো বলেন, ক্যান্সার ও এইডস আক্রান্তদের ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তিনি আরও বলেন দিব্যাঙ্গ ছেলে মেয়েরা যেন তাদের পড়ালেখা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য গত বছর থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু হয়েছে। রাজ্যে প্রায় ৪০ হাজার দিব্যাঙ্গ রয়েছে। তার মধ্যে ৩০ হাজার দিব্যাঙ্গকে ইউআইডি কার্ড প্রদান করা হয়েছে। আরও ১০ হাজার দিব্যাঙ্গকে ইউআইডি কার্ড এখনো দেওয়া যায় নি। রাজ্যে এত সংখ্যক দিব্যাঙ্গ জন্মের পিছনে কোন কারন রয়েছে কিনা তা ভাবার বিষয় বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্না দেববর্মা সহ অন্যান্যরারা। অনুষ্ঠানে এইদিন শিশু ও গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।