Sunday, October 6, 2024
বাড়িরাজ্যরহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির

রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল ৫৩ বছর বয়সী এই ব্যক্তির। ঘটনা খোয়াই গৌরাঙ্গ টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মৃত ব্যক্তির নাম উদয় দেববর্মা। তিনি বন্ধুদের সাথে বুধবার দুপুর তিনটা নাগাদ ঘুরতে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর উদয় দেববর্মার বন্ধুরা খবর দেয় তিনি হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার খবর পেয়ে সাথে সাথে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়।

 সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কূলে ঢলে পড়েন উদয় দেববর্মা। মৃত ব্যক্তির ছেলের সংশয় তার বাবার মাথায় শুধু আঘাতের জন্য। যদি দুর্ঘটনা হতো তাহলে শরীরের অন্যান্য জায়গাতেও আঘাতের চিহ্ন থাকতো। সুতরাং এটা দুর্ঘটনায় মৃত্যু হয়নি তার বাবার।

এমনটাই দাবি করেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৃত ব্যক্তির ছেলে। তিনি আরো জানান, বর্তমানে তার বাবার স্কুটি থানায় রয়েছে। তবে মৃত্যুর আসল কারণ তার বাবার বন্ধুরা ছাড়া আর কেউ বলতে পারবে না। থানায় অভিযোগ দায়ের করে মৃত্যুর আসল কারণ বের করা হবে বলে জানান। এদিকে উদয় দেববর্মা অকাল-প্রয়ানে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য