Monday, February 10, 2025
বাড়িরাজ্যকর্মচারীদের সহযোগিতা ছাড়া কোন কাজ সম্ভব নয় : রতন

কর্মচারীদের সহযোগিতা ছাড়া কোন কাজ সম্ভব নয় : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : উন্নয়নের মূল চাবি কাঠি রয়েছে কর্মচারীদের কাছে। কর্মচারীরা সহযোগিতা না করলে কোন কাজ সম্ভব নয়। এর জন্য বর্তমান সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ। এর মধ্যে কর্মচারীরাও রয়েছেন। রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে বিবেকানন্দ বিচার মঞ্চের সহায়তায় গ্যাজেটেড অফিসার্স সংঘের পশ্চিম জেলার প্রথম ত্রি বার্ষিক সম্মেলনের সূচনা করে এ কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের ৪০ লক্ষ মানুষের স্বার্থে কাজ করে সরকার।

এবার ২৬ হাজার ৮২২ কোটি টাকার উপর বাজেট পেশ করা হয়েছে। কর্মচারী ও  পেনশনারদের দেড় লক্ষ পরিবারের জন্য এই বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে ৮,৩৮৮ কোটি টাকা। বাকী ৯ লক্ষ পরিবারের জন্য ১৮ হাজার কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। এর মানে কর্মচারীদের সর্বাঙ্গীণ সহযোগিতা দরকার সরকারের। সেই দিশাতে কাজ করছে সরকার। পূর্বের সরকারের ১১ হাজার ৫০০ কোটি টাকা ঋন রেখে গিয়েছিল। সেই অর্থ মেটাচ্ছে বর্তমান সরকার বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচারমঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য