স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : আগরতলা পুর নিগমের উদ্যোগে এই বছর চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। করোনার কারনে মাঝে দুই বছর বন্ধ রাখা হয়েছিল এই চৈত্র মেলা। শহরে যে সমস্ত ক্ষুদ্র ও গরীব অংশের ব্যবসায়িরা রয়েছেন তারা সারা বছর একটা আসায় থাকেন। এই চৈত্র মেলা হলে তারা কিছুটা আর্থিক দিক থেকে লাভবান হবেন। নতুন বছর ভাল যাবে। তাদের এই আকাঙ্খাকে মর্যাদা দিয়ে পুর নিগমের উদ্যোগে শকুন্তলা রোড, শিশু উদ্যান বিপণী বিতানের সামনে এবং শিশু উদ্যানে ৭০০ ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। রবিবার চৈত্র মেলার বাজার ঘুরে দেখে এই কথা জানান মেয়র দীপক মজুমদার।
যেহেতু দুই বছর তারা ব্যবসা করতে পারেনি, তাই এই বছর পুর নিগম এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে থেকে কোন অর্থ আদায় করবে না বলে জানান তিনি। সমস্ত ব্যবসায়ীদের এই বিষয়ে সতর্ক করেন মেয়র। তিনি আরও জানান কাউন্সিলার রত্না দত্ত ও মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা মেলা পরিচালনা করতে যথেষ্ট সহায়তা করছেন। চৈত্র মেলায় আশা ব্যবসায়ীরা খুশী। কিছু স্থানীয় ব্যবসায়ী সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু তা সফল হতে দেওয়া হয়নি। দীর্ঘ ২৫ বছরের চাঁদার জুলুম এই রাজ্যে শেষ হয়েছে। তাই অন্যায় করে কেউ চাঁদা তুলতে পারবে না বলে জানান তিনি। গরমের মধ্যে ৮ বড়দোয়ালী মণ্ডল জল ছত্রের ব্যবস্থা করেছে।