স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : খাদ্য দপ্তর ও সদর মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে লোক দেখানো অভিযান চালানো হয়। এইদিন মূলত ডাল, সরিষার তেল-এর হোলসেল দোকানে অভিযান চালানো হয়। এইদিন বেশ কয়েকটি দোকানে ডাল ও সরিষার তেলের মূল্যের মধ্যে গড়মিল পান আধিকারিকরা। পাশাপাশি এই দিন অরুন্ধতীনগর স্কুলের কনজিউমার ক্লাবের ছাত্র-ছাত্রীদের ট্রেনিং প্রদান করা হয় এই অভিযানকালে।
সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান প্রতিনিয়ত সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান চালানো হয়। সমগ্র রাজ্যের ১০০ টি স্কুলকে নিয়ে কনজিউমার ক্লাব করা হয়েছে। তার মধ্যে সদর মহকুমায় ১৫ টি স্কুল রয়েছে। অরুন্ধতীনগর স্কুলে ৫ জন সদস্য রয়েছে। এইদিন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এইদিন অভিযানকালে বেশ কয়েকটি দোকানে সরিষার তেলের মূল্যে গড়মিল পাওয়া গেছে। এই বিষয়ে সদর মহকুমা শাসককে রিপোর্ট প্রদান করা হবে। তিনি আরও জানান এইদিন আলু বোঝাই একটি ঠেলা আটক করা হয়েছে। কারন আলুর সাথে পাকা রসিদ ছিল না।