Monday, March 17, 2025
বাড়িরাজ্যমায়ের গমনের জন্য পরিদর্শনে গেলেন মেয়র, রোড ম্যাপ পরিবর্তনের ইঙ্গিত

মায়ের গমনের জন্য পরিদর্শনে গেলেন মেয়র, রোড ম্যাপ পরিবর্তনের ইঙ্গিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : দুর্গাপূজা আসন্ন। আগামী ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার শুরু হবে। গত কয়েক বছর ধরে নতুন করে সংস্করণ হয়েছে মায়ের গমনের কার্নিভাল। আগরতলা শহরে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে কার্নিভালের সূচনা হয়। কিন্তু এবছর মায়ের গমন নিয়ে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে কার্নিভাল করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগম, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ট্রাফিক ও আরক্ষা দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তর যৌথভাবে মহারানী তুলসীবতী সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য সহ অন্যান্য আধিকারিক। তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তুলসীবতী স্কয়ার থেকে এবছর শুরু হবে কার্নিভাল অনুষ্ঠান। এ বিষয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী বলেন, এবছর মায়ের গমন ১৪ অক্টোবর।

গত কয়েকদিন আগে মায়ের গমনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যেহেতু প্যারাডাইস চৌমুহনির রাস্তার প্রশস্ত অনেক কম তাই বিকল্প হিসেবে এই জায়গাটি দেখার জন্য বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে গুরুত্ব দিয়ে আজকে রাস্তা দিয়ে পরিদর্শন করে দেখা গেছে যদি রাস্তার পাশে মঞ্চ তৈরি করা হয় তাহলে কোন সমস্যা হবে না। রাস্তার প্রশস্ত অনেক বেশি তুলসীবতী স্কয়ারে। আজকে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর বিভিন্ন ক্লাব, আগরতলা পুর নিগম, পূত দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কর্মীদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে রোড ম্যাপ কি হবে। রোড ম্যাপ বিগত বছরের মত হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থান পরিবর্তন এর সাথে সাথে রোডম্যাপ পরিবর্তন করারও চিন্তাধারা রয়েছে। এমনটাই জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য