স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় সামিল হবে অল ইন্ডিয়া ডি এস ও। তাই অল ইন্ডিয়া ডিএসও রাজ্য কমিটির এক প্রতিনিধি দল শনিবার আগরতলা থেকে রেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রতিনিধি দলে উপস্থিত অল ইন্ডিয়া ডিএসও রাজ্য কমিটির সভাপতি মৃদুল কান্তি সরকার জানান, সরকারের ছাত্র বিরোধী শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দিল্লি যন্তর মন্তরে অনুষ্ঠিত হবে ধর্না। এ ধর্না অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে ধর্নায় অল ইন্ডিয়া ডিএসও -র প্রতিদ্বন্দ্বিরা সামিল হবে বলে জানান তিনি।