স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে বাড়ছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য। তাই সাধারণ মানুষের স্বার্থে ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল সদর জেলা কংগ্রেস। উপস্থিত প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জানান, গত ১২ দিনে ৭.২০ পয়সা পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।
একইভাবে বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের মূল্য। কংগ্রেসের আমলে রান্নার গ্যাসের মূল্য ছিল দেশে ৪০০ টাকা, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে হাজার টাকার অধিক। এই অস্বাভাবিক মূল্যের জন্য বেকায়দায় পড়তে হচ্ছে দেশবাসীকে। তাই এর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে। কারণ দেখা যাচ্ছে দেশে রাজ্যগুলিতে নির্বাচন সমাপ্ত হওয়ার পরে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্য। আবার যখন নির্বাচন চলে আসে তখন এগুলির মূল্য কমিয়ে দেয় বিজেপি সরকার। আর এর জন্য দেশবাসীর কাছে যে কোন একটি বাহানা সৃষ্টি করে সরকার। এ সরকারের লক্ষ্যই হলো কিভাবে মানুষকে শোষণ করা যায়। তাই এর তীব্র প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।