স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : ২০২৩ -এর বিধানসভার নির্বাচন নিয়ে শাসক শরিক দল আইপিএফটি ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। পাহাড় নিয়ে কোনোরকম সাংগঠনিক দুর্বলতা রাখতে চাইছে না দলের নেতৃবৃন্দ। শনিবার থেকে রাজধানীর দশরথ দেব স্মৃতি ভবনে আই পি এফ টি-র শুরু হয়েছে দুদিনের রাজ্য সম্মেলন।
এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহকুমা নেতৃত্বদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সম্মেলন থেকে আগামী দিনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মেবার কুমার জমাতিয়া। আগামী বিধানসভা নির্বাচনের জন্য অ্যাকশন প্ল্যান কি হবে তা নিয়ে আলোচনা হবে বলেও জানান আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। এদিন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সভাপতি এন সি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।