স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে জিরানিয়া মহকুমা। এরই মধ্যে এক অটো চালককে আবার পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোমবার। ঘটনা জিরানিয়ার শচীন্দ্রনগর এলাকায়। মৃত অটো চালকের নাম গৌরাঙ্গ দেবনাথ। মৃত অটো চালকের ভাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গৌরাঙ্গ দেবনাথ অটো নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় অটোতে চার জন্য ছাত্রী উঠে।
শচীন্দ্রনগর বাজারের সন্নিকটে একটি গাড়িকে পাশ দিতে গিয়ে অটোটি রাস্তার পাশে চলে যায়। তখন অটোর সামনে বসা দুই ছাত্রী অটো থেকে লাফ দেয়। এতে দুই ছাত্রী কিছুটা আঘাত পায়। ঘটনার পর গৌরাঙ্গ দেবনাথ অটো নিয়ে বাড়িতে চলে যায়। পরে আহত ছাত্রীর পরিবারের লোকজন গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে গিয়ে গৌরাঙ্গ দেবনাথকে খুঁজতে থাকে। গৌরাঙ্গ দেবনাথকে খুঁজে না পেয়ে গৌরাঙ্গ দেবনাথের অটোটি নিয়ে আসে। পরে পুনঃরায় অভিযুক্তরা গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে যায়। তখন গৌরাঙ্গ দেবনাথ বাড়িতে একা ছিল। অভিযুক্তরা গৌরাঙ্গ দেবনাথকে বেধড়ক ভাবে মারধর করে। এতে গৌরাঙ্গ দেবনাথ গুরুতর ভাবে আহত হয়।
রবিবার সকালে গৌরাঙ্গ দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫ টায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৌরাঙ্গ দেবনাথ। মৃত অটো চালকের ভাই জানান অভিযুক্তদের বিরুদ্ধে তারা থানায় মামলা দায়ের করবেন। প্রশ্ন হল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। দুর্বৃত্তরা এত সাহস কোথা থেকে পেল? প্রশ্ন কে তাদের বট বৃক্ষ হয়ে ছায়া দিচ্ছে। তবে মৃতের পরিবার এবং এলাকাবাসী এবার বিচার চাইছে। অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়। নাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তারা।