Sunday, October 6, 2024
বাড়িরাজ্যভষ্মীভূত গৃহস্থের বসত ঘর

ভষ্মীভূত গৃহস্থের বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই এক গৃহস্থের বসত ঘর। ঘটনা বৃহস্পতিবার রাতে জম্পুইজলা আর.ডি ব্লকের অন্তর্গত জগাই বাড়ি এডিসি ভিলেজে। এলাকার কৃষক রণকুমার দেববর্মার বসত ঘরে আগুন লাগে। জানা যায় রনকুমার দেববর্মা ও তার স্ত্রী বৃহস্পতিবার দিন সমতল আমতলী এলাকায় ছেলের বাড়িতে গিয়েছিলেন।

 বাড়িতে কেউই ছিল না। রাত্রি বেলা জানতে পারেন তাদের বসত ঘরে অগ্নি সংযোগ ঘটেছে। গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কৃষক দম্পতির বসত ঘর। ছেলের বাড়ি থেকে রাত্রি বেলায় নিজ বাড়িতে ছুটে যান কৃষক দম্পতি। কৃষক দম্পতি বাড়িতে পৌঁছানোর আগেই সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে গিয়ে কৃষক দম্পতি কান্নায় ভেঙ্গে পড়েন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য