স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : ৭২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফুসফুসের সংক্রমণের কারনে ১৯ আগস্ট ওনাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। প্রথম থেকেই রাখা হয়েছিল আইসিইউ-তে। সোমবার রাতে ওনার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে বৃহস্পতিবার বিকাল ৩ টা ৩ মিনিটে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭২ বছর। সিপিএমের অন্দরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ইয়েচুরি। ১৯৫২ সালের ১২ অগস্ট ইয়েচুরির জন্ম গ্রহণ করেন মাদ্রাজে। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। দিল্লির জেএনইউয়ে পড়াকালীন বাম রাজনীতিতে হাতেখড়ি। তারপর সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন। পুরো সময়ের জন্য রাজনীতি করার সিদ্ধান্ত নেন ইয়েচুরি। তারপর ধাপে ধাপে উঠে আসেন দলের একেবারে প্রথমসারিতে। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইয়েচুরি। দলের অভ্যন্তরে বরাবরই প্রকাশ কারাতের চরমপন্থী নীতির বিরোধিতা করেছেন ইয়েচুরি।
কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সমর্থনের প্রশ্নের বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সিপিএমে ‘বেঙ্গল লাইনে’র পক্ষে ছিলেন ইয়েচুরি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা শহরে এইদিন শোক মিছিল করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। শোঁক মিছিলে দলের কর্মী সমর্থকরা অর্ধ নমিত দলীয় পতাকা নিয়ে সামিল হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত সিতারাম ইয়েচুরির পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। তিনি জানান ১৯৭৫ সালে সিপিআইএম দলের সদস্য পদ গ্রহণ করেন সিতারাম ইয়েচুরি। মানিক সরকার সিতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি বলেন সিতারাম ইয়েচুরি দলের সাধারন সম্পাদক পদে থাকা কালিন সময়ে প্রয়াত হয়েছেন। ওনার এই প্রয়াণ দলের জন্য বড় ধরনের আঘাত। বৃহস্পতিবার রাতে ইয়েচুরির মৃতদেহ রাখা হয় এইমসেই। শুক্রবার সন্ধ্যা ৬ টায় ইয়েচুরির মৃতদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির বসন্ত কুঞ্জের বাড়িতে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত মরদেহ থাকবে সিপিএমের সদর দফতর একে গোপালন ভবনে। এইমসে দেহদান করে গিয়েছেন সিপিএমের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক। শনিবার দুপুর ৩ টার পর মরদেহ নিয়ে শেষ যাত্রায় এইমসের উদ্দেশ্যে রওনা হবেন পার্টি নেতৃত্ব।