স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলে জনজাতিদের বোকা বানানো হচ্ছে। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন এআইসিসি-র সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ক্রিস্টোফার তিলক। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করেন ২৩ সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করা হবে। তিনি জানান দুই দিন ধরে তিনি ত্রিপুরা রাজ্যে অবস্থান করছেন।
ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা বেরোজগারি। ভারতের ৬৫ শতাংশ লোকের বয়স ৪০ বছরের নিচে। শেষ ১০ বছর দেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার আগে বছরে দুই কোটি চাকুরি প্রদানের কথা বলেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেন নি। ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় সমস্যা হচ্ছে হিংসা। জাতীয় স্তরের গড়ের অনুপাতে ত্রিপুরা রাজ্যে হিংসার ঘটনা বেশি। জনজাতিদের উন্নয়নের জন্য যে সকল কাজ হয়েছে, তা কংগ্রেস সরকারের সময়ে হয়েছে। বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলে জনজাতিদের বোকা বানানো হচ্ছে বর্তমানে। তিনি এইদিন মনিপুরের ইস্যু উত্থাপন করে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে। অথচ প্রশাসন উদাসীন। রাজ্যের মানুষ অন্যায় অবিচার থেকে পরিত্রাণ চাইছে। রাজ্যে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৩ সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করা হবে। দাবি জানানো হবে আরক্ষা প্রশাসন যেন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে। এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা পীযুষ কান্তি বিশ্বাস, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।