Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতি পরিস্থিতি সম্পর্কে অবগত হতে জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের...

বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতি পরিস্থিতি সম্পর্কে অবগত হতে জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : রাজ্যে বন্যা পরবর্তী ত্রাণ ও পুনরুদ্ধারের কাজকে তরান্বিত করার লক্ষ্যে বুধবার মহাকরণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং সকল জেলা শাসকদের ভার্চুয়াল উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে প্রতিটি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনরুদ্ধারের বর্তমান স্থিতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী।

 ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণ করা, ক্ষতিগ্রস্ত গৃহের পুন র্নির্মাণ করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা, সুস্বাস্থ্য সুনিশ্চিতকরণ করা, পানীয় জলের সুবন্দোবস্ত করা, কৃষকদের সাহায্য করা, নিঃশুল্ক রেশন সামগ্রীর বন্টন করা, পাঠ্যপুস্তক বিতরণ করা, নির্মাণ শ্রমিকদের সহায়তা করার একাধিক গৃহীত কর্মসূচির সর্বশেষ স্থিতি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক বন্যা হয়েছে। মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে। জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তাঘাট ভেঙ্গে চৌচির। বন্যায় বাড়ি ঘর ডুবে যাওয়ায় ছেলেমেয়েদের বই খাতা নষ্ট হয়েছে। বহু কৃষিজ জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মুখ থুবড়ে পড়েছিল বিদ্যুৎ পরিষেবার। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সাথে বৈঠক করে নির্দেশ দিয়েছেন। তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যের ভয়াবহ বন্যায় প্রাথমিকভাবে প্রায় ১৫ হাজার টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মহাকরণে আয়োজিত বৈঠকে প্রধানত উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের সচিব বিজেশ পান্ডে, স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য