Wednesday, August 6, 2025
বাড়িরাজ্যআখাউড়া বর্ডারের মাফিয়া গোষ্ঠীকে সতর্ক করলেন মেয়র

আখাউড়া বর্ডারের মাফিয়া গোষ্ঠীকে সতর্ক করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : এলাকায় কোন মস্তানি চলবে না। যে যত বড় মাফিয়া হোক, আমার কাছে আইন আছে। কারণ বর্ডার থেকে আমি এক টাকাও নেই না। আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি এসেছি এলাকায় মানুষের জন্য কাজ করতে। জনগণ যে ভরসা রেখেছে তা অক্ষর অক্ষরে পালন করতে হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বর্ডারে যে দুর্নাম রয়েছে সেটা ধীরে ধীরে মুছে দেওয়া হবে। বুধবার রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় যুবক সংঘ ক্লাবের পূজা কমিটির বৈঠকে এ কথাগুলি বলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, অবৈধ বাণিজ্যকে কেন্দ্র করে যুবক সংঘ ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে কিছুদিন পরপর।

 কিছুদিন পূর্বে ক্লাবটিতে দুর্গাপূজার কমিটি গঠন করাকে কেন্দ্র করে দেখা দেয় উত্তেজনা। বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সকলের উদ্দেশ্যে বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। যুবক সংঘ ক্লাব এলাকায় কি কি ঘটনা ঘটছে সেই বিষয়ে অবগত রয়েছেন। মহকুমা পুলিশ আধিকারিককে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। যে দোষ করবে তাকে ধরা হবে। দোষী কেউ ছাড়া পাবে না। তিনি আরও বলেন রামনগর এলাকার তিনটি ক্লাবের পুজো বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এই তিনটি ক্লাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই ক্লাব গুলিতে রাতের বেলায় নেশার আসর বসে। বাইরে থেকে রাত্রি বেলা লোক আসে। এই তিনটি ক্লাবের মধ্যে যুবক সংঘ ক্লাবের নামও রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র দীপক মজুমদার।

তবে এদিন এলাকার বিধায়কের এমন বক্তব্যের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। ভুকম্প শুরু হয়েছে মাফিয়া গোষ্ঠীর মধ্যে। দীর্ঘদিন ধরে ক্লাবের নেতাগিরি করে যারা বাড়িতে একের পর এক বিল্ডিং তুলেছে এবং ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান করেছে তাদের মধ্যে ভয়ভীতি শুরু হয়েছে। বিধায়ক তাদের বুঝিয়ে দিয়েছেন মাফিয়া গুষ্টির জন্য তাঁর নাম কালিমা লিপ্ত হতে দেবেনা। বরং পুলিশকে আইনি পদক্ষেপ গ্রহণ করতে সহযোগিতা করবে। এখন দেখার বিষয় বর্ডারে মাফিয়া রাজ কত দ্রুত সমাপ্ত হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!