স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : বি এস এফ ক্যাম্পের ভিতরে রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ এক জওয়ান। ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমা আমতলী বি ও পি -তে। আহত বি এস এফ জওনের নাম বি অরুন দিলীপ। বয়স ৪০।
সোমবার দুপুর বারোটা পঁচিশ নাগাদ তাকে বি এস এম হাসপাতালে আনা হয়। দেখা যায় গুলি তার বুকে প্রবেশ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। ১০৫ নং ব্যাটেলিয়ন -এ কর্মরত জওয়ান। কিন্তু বাহিনীর পক্ষ থেকে মুখ খোলা হয়নি। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন গুলি বুকে দিয়ে দেহে প্রবেশ করে পিঠে দিয়ে বের হয়ে গিয়েছে। আহত জওয়ানকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।