স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : পূর্ব পিলাক টি আর পি সি কলোনিতে একই পরিবারের তিনজনের মৃত দেহ উদ্ধার। ঘটনার বিবরনে জানা যায়, সোমবার দেবদারু ফাঁড়ির অন্তর্গত পূর্ব পিলাক নবরাম পাড়ার টি আর পি সি কলোনীর এক বাড়ী থেকে দুর্ঘন্ধ আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘরের দরজা খুলে দেখতে পায় রক্তাক্ত দুটি দেহ এবং অপর একটি দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এবং দেহগুলি বেশ কয়েকদিন পুরনো। পুলিশ ফরেন্সিক টিম ও মেজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে মৃতদেহ ময়না তন্তের জন্য নিয়ে যায়। তারা মৃতদেহ তদন্ত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারনা ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ তদন্ত জারি রেখেছে। তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। বাড়ির মৃত গৃহকর্তা নাম বিরন্ত ত্রিপুরা। বয়স ৩০। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা মৃত মহিলার নাম শ্যামা ত্রিপুরা। বয়স ২৪। সঙ্গে ৩ বছরের সন্তান আলিসা ত্রিপুরার দেহ পড়ে আছে। এ ধরনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।