স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : পনের জন্য গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। মৃত গৃহবধুর স্বামীর নাম আব্দুল জব্বার। ঘটনা ধর্মনগর কৃষ্ণপুর জোড়া কালভার্ট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বিয়ের পর থেকেই রহিনা পারভীনকে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাতো। বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে টাকা এবং বিভিন্ন জিনিসপত্র আনার জন্য গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করত।
আর সময়মতো সেগুলি না পেলেই নির্যাতন এর মাত্রা অনেক গুণ বেড়ে যেত। এরই মধ্যে শনিবার গৃহবধূর বাপের বাড়ির লোকজন এসে গৃহবধুর শাশুড়ির হাতে দুই লক্ষ টাকা তুলে দেয়। কিন্তু তারপর তাদের মন মত না হওয়ায় নির্যাতনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারপরই রবিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধুর মৃতদেহ। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে। পুলিশ ঘটনার স্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে। তবে মৃত গৃহবধূর বোনজামাই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। কারণ রহিনা পারভীনকে খুন করে ঝুলিয়ে রাখার পরেও পুলিশের কোন ভ্রুক্ষেপ নেই। পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশ্নের মুখে। তবে মৃতদেহ নিয়ে পুলিশ যথেষ্ট সন্দেহ রয়েছে সেটা কথায় স্পষ্ট হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি ময়না তদন্তের পর স্পষ্ট হবে। মৃতদেহ নিচে নামানো অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।