স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষে রবিবার সকালে এক শুভযাত্রা আয়োজন করা হয়। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রাটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দ্রোণাচারী অ্যাওয়ার্ড কোচ বিশ্বেশ্বর নন্দী, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক সৌম্য ভট্টাচার্য সহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক সৌম্য ভট্টাচার্য জানান, ফিজিওথেরাপিস্ট পরিষেবা সম্পর্কে মানুষকে অবগত করতে আজকে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কারণ বর্তমানে বহু মানুষ কোমর ব্যথার সহ বিভিন্ন শারীরিক যন্ত্রণায় ভুগছে। তাদের এই চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। সেদিকে গুরুত্ব দিয়ে সকলকে এই চিকিৎসা সম্পর্কে অবগত করতে আজকে মিছিল থেকে বার্তা দেওয়া হয়। তিনি আরো বলেন, সরকার যাতে আরো ফিজিওথেরাপিস্ট্যান্ট পোস্ট তৈরি করে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। তাহলে রাজ্যের চিকিৎসা পরিষেবা আরো বেশি উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।