স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : বন্যায় টিআরপিসি -এর অন্তর্গত বেনিফিসারিদের কি পরিমাণ রাবার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য আবেদন করতে হবে টি আর পি সি -তে। আবেদনের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পরই টিআরপিসি আগামী বছর সমস্ত বেনিফিসারীদের রাবার প্লান্টেশন এর জন্য উদ্যোগ নেবে।
শনিবার টিআরপিসি -এর চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানান। তিনি এদিন আরো বলেন দক্ষিণ জোন অফিস, ধলাই জৌন অফিস, টি আর পি সি -র প্রধান কার্যালয় সমস্ত জোন অফিস গুলিতে এই আবেদন পত্র জমা দিতে পারবে। টি আর পি সি এর কর্মকাণ্ড এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় টি আর পি সি -এর ভূমিকা কি ছিল তাও এদিন তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। তিনি আরো জানিয়েছেন ২০২৪-২৫ অর্থ বছরে ১৫,৯১৯.৮৪ হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। ১৬ হাজার ১৮২ বেনিফিশিয়ারি পরিবারের মধ্যে গাছ তুলে দেওয়া হয়েছে।