স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : নারী নির্যাতন রোধক আইন কঠোরভাবে বলবৎ করা, প্রতিটি কর্ম ক্ষেত্রে মহিলা কর্মীদের নিরাপত্তা দেওয়া, কর্মক্ষেত্রে নারীদের ওপর যৌন নির্যাতন বন্ধ করা, আরজি কর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে শনিবার সি আই টি ইউ -এর সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়া পাঞ্চালি ভট্টাচার্য। সরব প্রতিবাদের মাঝে তিনি জানিয়েছেন, কর্ম ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এদিনকার এই বিক্ষোভ মিছিলে।