Thursday, November 14, 2024
বাড়িরাজ্যকলা ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে আক্রমণের শিকার হলেন ধর্মনগর - আগরতলা গামী ট্রেনের...

কলা ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে আক্রমণের শিকার হলেন ধর্মনগর – আগরতলা গামী ট্রেনের টিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : বেআইনিভাবে ট্রেনে উঠায় কলা ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে আক্রমণের শিকার হলেন টিটি। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু রেল স্টেশনে। জানা যায় প্রতিদিনই পেচারতল ও মনু স্টেশন থেকে জেনারেল কামড়ায় কলার ছড়ি বোঝাই করে অবৈধভাবে কতিপয় ব্যবসায়ীরা আগরতলা নিয়ে আসে।

এতে যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যাত্রীরা কয়েকটি কামড়ায় উঠতে পারে না। আজও একইভাবে ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনে কলা ব্যবসায়ী কলা ট্রেনের জেনারেল কামরায় তোলার পর জনা কয়েক সাধারণ যাত্রী বিষয়টি নিয়ে কর্তব্যরত টিটি -র কাছে অভিযোগ করেন। টিটি অতুল কৌশিক কলা ব্যবসায়ীদের অবগত করে বলেন জেনারেল কামরায় কলা বোঝাই করা নিষিদ্ধ। অন্যথায় তাদেরকে আর্থিক জরিমানা করা হবে। সাথে সাথেই কলা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারপর টিটি অতুল কৌশিককে একদল মহিলা বেধড়ক মারধর করে। তাতে আহত হন অতুল কৌশিক। পাশাপাশি তার মোবাইল ফোন ও জরিমানার খাতাও ছিনিয়ে নেয় তারা।

মনু স্টেশনের প্ল্যাটফর্মে একজন টিটিকে এভাবে বেধড়ক মারধর চলতে দেখে জিআরপিএফ ছিল ধৃতরাষ্টের ভূমিকায়। কোন মতে জীবন রক্ষা করে স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে আত্মরক্ষা করতে হয় টিটিকে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো অবৈধভাবে চড়াও হওয়া কলা ব্যবসায়ীরা বহাল তবিয়তে তাদের কলা নিয়ে ঠিকই আগরতলার রওনা দেয় একই ট্রেনে। অথচ টিটি সাহেব ট্রেনে উঠার সাহস জোগাতে পারেননি। বর্তমানে মনু রেল স্টেশনেই তিনি রয়েছেন। বিশেষ করে মনু স্টেশনে GRP বাবুদের দুর্বলতার কারনে প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বলে জানা যায়। যারা এখানে এই ঘটনা সংঘটিত করেছে তারা শুধু কলা ব্যবসায়ী নয়, বাইরে তাদের পরিচয় তারা দুষ্কৃতী। নাহলে এ ধরনের ঘটনা তারা করতে পারে না। অভিযুক্তরা এ ধরনের ঘটনা আগেও বহুবার সংগঠিত করেছে। তারা আইন-কানুন মানতে নারাজ। তারা সরকারি কর্মচারীদের এভাবেই পিটিয়ে নিজেদের বেআইনি কার্যকলাপ জারি রাখতে চায়। প্রতিদিন এ ধরনের ঘটনা তারা এই স্টেশন থেকে সংগঠিত করে চলেছে। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে তারা এভাবেই প্রশ্রয় পাবে। শিক্ষিত রাজ্যে এ ধরনের মূর্খতা দেখা সত্যিই সাধারণ মানুষের জন্য দুর্ভাগ্যের। তারা উন্নয়ন এবং বিকাশের পথে বাধা। তাদের এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ বন্ধ করতে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন প্রশাসনকে তাদের দ্বারা আরও বেশি হেস্তনেস্ত হতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য